এই ব্লগটি সন্ধান করুন

২৯ মার্চ, ২০১৫

বন্ধু


---------- রাব্বি আহমেদ
অজানা কোনপথে
লুঁকিয়ে আমায় খোঁজ
তুমি কি এখনো বন্ধু
ণীরবে আমায় ভাবো।
রাত জেগে আঁকাশ পানে
হিমেল পরশ গোনো
তুমি কি বন্ধু ণীরবে আমায় ভাবো।
মন খারাব হলে
আমার লেখা কবিতা পড়
তুমি কি এখনো বন্ধু
একাকী চাঁদের আঁলোয়
সুরের প্রদীপ জ্বালো।
তুমি কি এখনো বন্ধু
রাতের আঁধারে
নিজের অজান্তে আমায় খোঁজ
ণীরবে আমায় ভাবো।
তুমি কি এখনে বন্ধু
সাঝের প্রহর গোনো
তুমি কি এখনে বন্ধু
উদাস মনে
চেঁনা সেই পথে হাটো।
তুমি কি এখনো
আমায় খোঁজ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন