এই ব্লগটি সন্ধান করুন

২৫ এপ্রি, ২০১৫


 আমি
*******************
আমি জানালা খুলে রাখি, ভোরে কিংবা বিকেলের শেষে
আশায় থাকি শিল্পীর ঘোলাটে রঙের মতো একটি ছায়া পড়বে কখনো
জানালার ওপ্রান্তে বাতাসে দোলা শাড়ির আঁচল আসবে
বৃষ্টিভেজা একটা খোঁপা দেখবো
একটি ছায়া শুধু আমার জন্য উষ্ণ হবে বলে আমি জানলাটা খুলে রাখি,

অন্ধকারের খন্ড শিহরণ ছাঁপিয়েও আমি চোখ খুলি না
তুমি কেমন করে ফুল ফোঁটাও, কেমন করে তাকাও
কি অযতনে আমার শরীরে তুমি গন্ধ রেখে যাও
অনেক সাহস করেও আমি তোমায় ছুঁতে পারি না
শুধু সাহস করে, আমি খুলে রাখি জানালাটা

আমার সর্বস্ব দিয়ে আমি জানালাটা খুলে রাখি,
ভাবি, তুমি এসেছিলে, ভাবি তুমি আবার আসবে
জাগরণে নয়, নিদ্রায় নয়, সস্তা কোন ঘোরে নয়,
আমার সমস্ত কিছু এলোমেলো করতে তুমি আসব্‌
আমি লুটপাট হবার অপেক্ষায় জানালা খুলে রাখি...
অপেক্ষায় থাকি, কখন তুমি চলে যাবে আর কখন আমি কাঁদবো

      কাঁদবো
===========================
আমিও কাঁদবো একদিন
এই আকাশ,এই মেঘ
যতই কান্নার ভান করে বর্ষা আনুক,
এর চে’ ঢেরগুণ বেশি কাঁদবো।
কখনো, কোন এক মহুর্তে কাঁদতেই হবে
কাঁদবার সাধ যে প্রকটতর আমার,
মেঘের কিনারে মোম গলা বৃষ্টি
চোখ কচলা কচলাতে নেমে আসুক তৃণ ভূমে,
এর চে’ঢেরগুণ বেশি কাঁদবো।
জলবায়ুর বিবর্তনে
প্যাকেটের ভেতরে ক্ষয়ে যাওয়া
ন্যাপথলিনের মতন
আমিও অবশিষ্ট থাকবোনা,
পাথরের ক্ষীণ হতে হতে বিদীর্ণ হবার মতনই
ঠিকঠাক আমিও চৌচির হবো,
তখন প্রকারান্তরে কেঁদে যাবে আমার নিদান চোখ।
হাঁসির ঠোঁটে অমাবস্যা আসবে,
অথবা বোশেখের তান্ডব আসবে,
খাওয়া,নাওয়ার সময় থাকবেনা গোছগাছ মতন,
এভাবেও যদি না পারো কাঁদাবার,
তবে এক মুঠো চোরা অাঘাত দিয়ে দিও,
আমি কাঁদবোই কাঁদবো।
 Image result for কাঁদবো


খুঁজে ফেরা


         অভিশাপ দিবো না দিবো না কোন অপবাদ
বলবো শুধু বলে যাও কি ছিল অপরাধ  
          শরতের সকালে যেদিন দেখেছি প্রথম
ভাবিনি কখনো তোমার হব আমি এ অধম
           পরা ছিল লাল শাড়ি খোঁপায় রক্তজবা
সোনালি সকাল শুভ্র আকাশ
             প্রিয়তমা তোমাতে আমার প্রথম হারিয়ে যাওয়া
আজ শুধু অতীত খুঁজে ফেরা