এই ব্লগটি সন্ধান করুন

১৪ মে, ২০১৫

কষ্টে ভরা জীবন আমার
দুঃখে ভরা মন,
মনে সাথে যুদ্ধ করে আছি
সারাক্ষন,
তারার সাথে থাকি আমি চাঁদে
পাশাপাশি,
আজব একটা ছেলে আমি দুঃখ
পেলেও হাসি।

অপেক্ষায়


কবি,
বলেছিলে রাই কিশোরীর আঁচলের গিটে
জোছনা বেঁধে দিবে
বেসামাল চক্ষু নদীর জলে
দু’ ফোটা ভালবাসা মিশিয়ে দিবে।
বলেছিলে,
মরা মাধবী লতার জীবন ছেড়ে
ডালিম ফুলের মতো টুকটুকে
আরো একটি কবিতা দিবে।
বলেছিলে,
একটি রাতের শরীর ছুঁয়ে
এক পাশে তুমি,
অন্য পাশের ক্ষত বিক্ষত চাঁদ সরিয়ে
আমার ঝাপসা চোখের পাতায়
কিংবা মৃত শহরের বুকে