এই ব্লগটি সন্ধান করুন

৫ এপ্রি, ২০১৫

বৈশাখ

ড়রমণীর নকশা গালে
পথের পাশে আলে আলে
বৈশাখ আসে সোরগোলে।
যুবকের পাঞ্জাবি গলে
নারু মোয়া ছাতু গিলে
বৈশাখ আসে মিষ্টির দোকানে।
গানে গানে প্রানে প্রানে
ঢাকের তালে সুর তুলে
বৈশাখ আসে রমনার বটমূলে।
শিশু কিশোরের ঊচ্ছ্বাসে
মায়ের ব্যস্ততায় সাড়া দিয়ে
বৈশাখ আসে পাজনের কড়াই শুন্য করে।
অগ্নিমূর্তি সূর্য নিয়ে
কাঁচা আমের সুবাস মেখে
বৈশাখ আসে বিহুফুলের শাখে শাখে।
প্রতি ঘরে চৌখাটে
তকতকে আসবাবে
বৈশাখ আসে নিম-ফুল মালা গলে।
নব হালখাতার নব আয়োজনে
নতুনের শুভ উদ্বোধনে
বৈশাখ আসে অতীতের ক্লান্তি ভুলে।
আসে বৈশাখ রুদ্র ঝড়ে
কালবৈশাখী মাথায় করে
যেন পুরাতন ধুয়ে দিবে নিজ করে
এই প্রত্যয় পন করে
বৈশাখ আসে উঠোনে
শিশুর আঁকা প্রতীকী শত্রু দমনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন